Wednesday, 9 March 2016

চোখের আলোয় দেখেছিলেম...... (রবীন্দ্রসংগীত)

tagore
চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে
অন্তরেতে আজ দেখব যখন আলোক নাহিরে ।।
ধরায় যখন দাও না ধরা
হ্রদয় তখন তোমায় ভরা
এখন তোমার আপন আলোয় তোমায় চাহিরে ।।
তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে
খেলার পুতুল ভেঙ্গে গেছে প্রলয় ঝড়েতে
থাক তবে সেই কেবল খেলা
হউক না এখন প্রানের মেলা
তারের বিনা ভাঙ্গল, এখন হ্রদয় বিনায় গাহিরে
চোখের আলোয় দেখেছিলেম
চোখের বাহিরে ।।

No comments:

Post a comment